ট্রেসেমে কিংবা ল্যাকমে কিংবা ল’অরিয়াল নয়,
সোঁদা সোঁদা গন্ধ তোমার নোনতা নোনতা ভাল্লাগে
জিহ্বায় নয়, বোধে;
নির্বিবাদ, নির্বিরোধী বোধে—
ধর্ম কিংবা রাজনীতি কিংবা আর সবকিছুর ঊর্ধ্বে
এক রহস্যময় আয়াত— আলিফ-লাম-মীম
তোমাকে আমি ভেদ করতে পারি না, সেনোরিটা
শব্দের অন্তরীক্ষে অক্ষরের বিস্মৃতি ঘটলে
বুঝতে পারি—
খুঁজতে গিয়ে যতবার পাই,
পেয়ে ফেললে আর পাই না তোমায়

সোহেইল মুশফিক
কবি ও গল্পকার। ঢলভাঙা ওয়েবজিনের সহ-সম্পাদক।
কবি ও গল্পকার। ঢলভাঙা ওয়েবজিনের সহ-সম্পাদক।